![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানকে বদলি করা হয়। এর প্রায় তিন সপ্তাহ পর নতুন এই নিয়োগ দেওয়া হলো।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল।
জানা যায়, মো. এহছানুল হককে আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে পাঠানো হয়েছিল। এরপর ২০২৪ সালের ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর একদিন পরই তাঁদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয় সরকার।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক তাঁর এক মন্তব্যে বলেন, ‘বদলি পদায়ন জনপ্রশাসনের একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় যাকে যেখানে পদায়ন করা হবে তাঁকে সেখানে যেতে হবে।’
তিনি জানান, এ নিয়োগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসসহ সকলের কাছে কৃতজ্ঞ।
তিনি আরো জানান, নীতি নির্ধারণী মহলের নির্দেশনায় তিনি তাঁর আগামী দিনের কার্যক্রম পরিচালনা করবেন। গত দিনগুলোতে সড়ক মহাসড়ক বিভাগে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আজ সকালে সড়ক মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, নতুন সচিব হিসেবে প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর- পরিদপ্তরের কর্মকর্তারা নতুন জনপ্রশাসন সচিবকে শুভেচ্ছা জানাতে তাঁর দপ্তরে ছুটে আসেন। অনেকেই তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক https://corporatesangbad.com/523619/ |