সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের কক্ষে মঙ্গলবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবিসহ আসবাবপত্র পুড়ে গেছে।
এ বিষয়ে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার জানান, মঙ্গলবার রাতে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা আগুন দিয়েছে শুনেছি।
তারা আরও জানান, মঙ্গলবার রাতে ঐ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কার্যালয়ে এসে আগুন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ অনেক আসবাবপত্র পুড়ে গিয়ে দলীয় কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে।'
তারা বলেন, আমরা ধারণা করছি অবরোধকে কেন্দ্র করে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগ করেছে। এর আগেও বিএনপি জামাতের সন্ত্রাসীরা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছিল। ওই ঘটনায় দায়েরকৃত মামলা এখনও চলমান রয়েছে।
এ বিষয়ে চৌহালী থানার ওসি হারুন অর রশীদ জানান, অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে রাতেই ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌহালী থানার উপপরিদর্শক এসআই এমদাদ হোসেন ও উমারপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএসসি। এদিকে ইউনিয়ন আ'লীগের কার্যালয়ের আগুনের সংবাদে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সরকার, আ'লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার, সদস্য আবদুল আউয়াল মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইউনিয়ন আ'লীগের পার্টি অফিস উদ্বোধন করেন, উপজেলা আ'লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, ইউনিয়ন আ'লীগের সভাপতি আবুল কালাম মোল্লা ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএসসিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চৌহালীতে আ'লীগের অফিসে আগুন https://corporatesangbad.com/52361/ |