November 19, 2025 - 7:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকী থাকতে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় সিরিজ হার নিশ্চিত হয় মিরাজ-জাকেরদের।

২০২৩ ও ২০২৪ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এছাড়া নিজেদের ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হারল টাইগাররা। এরমধ্যে আফগানিস্তানের কাছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার কাছে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ।

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১১ রান করা রহমানুল্লাহ গুরবাজকে শিকার করেন বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব। নবম ওভারে প্রথম আক্রমণে এসেই উইকেট তুলে নেন স্পিনার তানভীর ইসলাম। তিন নম্বরে নামা সেদিকুল্লাহ আতালকে ৮ রানে শিকার করেন তিনি।

দলীয় ৬৫ রানে পায়ের ইনজুরিতে আহত অবসর নেন ব্যক্তিগত ৯ রানে থাকা রহমত শাহ। তার ফেরার পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ৪ রান করা আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচের জয়ের নায়ক আজমতুল্লাহ ওমারাজাইকে রানের খাতা খুলতে দেননি আরেক স্পিনার রিশাদ হোসেন। এতে ৭৯ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান।

পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন জাদরান ও নবি। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান ৭০ বল খেলা জাদরান।

৩০তম ওভারের প্রথম বলে নবিকে শিকার করে জুটি ভাঙেন তানজিম। ২২ রান করেন নবি। এরপর নাঙ্গোলিয়া খারোতেকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন জাদরান। এই জুটি ৩৬ রানের বেশি যোগ করতে পারেনি। ১৩ রানে রান আউট হন খারোতে।

রশিদ খানকে ১ রানে শিকার করে দ্বিতীয় উইকেটের দেখা পান মিরাজ। ১৫৭ রানে সপ্তম উইকেট পতনের পর আফগানিস্তানের রানের গতি বাড়ান জাদরান ও এএম গাজানফর। অষ্টম উইকেটে ৩২ বলে ৩১ রান তুলে আফগানদের ২শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। কিন্তু ২ রানের ব্যবধানে জাদরান ও গাজানফর আউট হলে আফগানদের ২শ রান পাওয়া হুমকির মুখে পড়ে। কারণ ১৯০ রানে নবম উইকেট হারায় আফগানরা।

এসময় শেষ ব্যাটার হিসেবে ক্রিজে ফিরেন ১৫তম ওভারে আহত অবসর নেওয়া রহমত। কিন্তু ১ বলের বেশি খেলতে পারেননি তিনি। পায়ের ইনজুরিতেই হুইলচেয়ারে মাঠ ছাড়েন রহমত। এতে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

মিরাজের তৃতীয় শিকার হয়ে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জাদরান। ১৪০ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন জাদরান।

১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার মিরাজ। এছাড়া রিশাদ-তানজিম ২টি করে এবং তানভীর ১ উইকেট নেন।

১৯১ রানের টার্গেট খেলতে নেমে প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। আফগানিস্তানের পেসার ওমারাজাইর বলে আউট হয়ে খালি হাতে ফিরেন তানজিদ।

পঞ্চম ওভারে রান আউটের ফাঁদে পড়ে ৭ রানে থামেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। ২৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৫০ রানের মধ্যে আরও ২ উইকেট পতনে বিপদে বাড়ে টাইগারদের। ওপেনার সাইফ হাসানকে ২২ ও মিরাজকে ৪ রানে শিকার করেন ওমারজাই।

ওমারাজাইর তোপ সামলে জুটি গড়ার চেষ্টা করেছিলেন তাওহিদ হৃদয়, জাকের আলি ও নুরুল হাসান। পঞ্চম উইকেটে হৃদয়ের সাথে ২৯ ও ষষ্ঠ উইকেটে নুরুলকে নিয়ে ২০ রানের বেশি যোগ করতে পারেননি জাকের।

আফগানিস্তানের স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে পড়ে ৯৯ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। হৃদয় ২৪, নুরুল ১৫ ও তানজিম শূন্য রানে রশিদের শিকার হন। ৪৩ বলে ১৮ রান করে খারোতের বলে আউট হন জাকের। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানের রশিদ ৮.৩ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে এটিই ক্যারিয়ার সেরা বোলিং রশিদের।

আগামী ১৪ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...