November 19, 2025 - 8:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদনিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও আরবান ডিজাইনের নতুন অংশীদারিত্ব

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও আরবান ডিজাইনের নতুন অংশীদারিত্ব

spot_img

কর্পোরেট ডেস্ক: গ্রাহকদের জন্য সহজলভ্য গৃহঋণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সম্প্রতি আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস।

সমঝোতা স্মারকটিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষ থেকে রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার হাসিব এম. আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর রিটেইল বিজনেস বিভাগের ডিস্ট্রিবিউশন প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, মর্টগেজ বিভাগের প্রধান মেহেদী মাহমুদ খান, হোম লোন সেলস (মেট্রো) বিভাগের প্রধান মো. ইমরান হোসেন এবং ধানমন্ডি শাখার ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম খান। আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ও মার্কেটিং বিভাগের ক্লাস্টার হেড মো. সাব্বির আমিন এবং শাহেদ পারভেজ।

এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আরও বেশি ব্যক্তি ও পরিবারের নিজস্ব অ্যাপার্টমেন্টের স্বপ্ন পূরণের পথে সহায়তা জোরদার করতে চায়। যৌথ এই উদ্যোগের ফলে গ্রাহকরা সমন্বিত আর্থিক ও রিয়েল এস্টেট সল্যুশনের মাধ্যমে আরও সহজ, কার্যকর ও নিরবচ্ছিন্ন হোম লোন এবং সম্পত্তি ক্রয় করতে পারবেন।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসিতে আমরা সবসময় এমন অংশীদার খুঁজি যারা মানুষের স্বপ্নপূরণে পাশে থাকে। আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর সঙ্গে এই চুক্তি আমাদের সেই লক্ষ্যকেই আরও শক্তিশালী করবে। আমরা চাই গ্রাহকরা যেন সহজেই নিজেদের অ্যাপার্টমেন্টের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, যা দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার হাসিব এম. আবদুল্লাহ বলেন, “আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা আরও সহজে নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। পাশাপাশি তারা ভবিষ্যতের জন্য বিনিয়োগে আরও আর্থিক স্বাচ্ছন্দ্য ও সুবিধা পাবেন।”

এই অংশীদারিত্ব আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন, যা অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে মানুষকে শক্তিশালী করে তোলার এবং টেকসই সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর আগামী গড়ে তোলার যাত্রাকে আরও এগিয়ে নেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...