![]() |

কর্পোরেট ডেস্ক: খুলনায় “ম্যানেজার্স মিট” শীর্ষক ব্যবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। খুলনা সদরের স্থানীয় একটি মিলনায়তনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়রাম্যান মো. মেহমুদ হোসেন।
অনুষ্ঠানে মো. মেহমুদ হোসেন, উপস্থিত খুলনা জোনের সকল শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বিভিন্ন আর্থিক সূচকে অর্জিত অগ্রগতির পাশাপাশি, ব্যাংকের টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা প্রাদন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। এ সময় খুলনা বিভাগের অর্ন্তভুক্ত প্রতিটি শাখা ও সংশ্লিষ্ট উপশাখাগুলোর ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের চিফ ফাইন্যান্সসিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল। পরিশেষে উপস্থিত ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ সভার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| খুলনায় আইএফআইসি ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত https://corporatesangbad.com/523530/ |