ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু, ঘরমুখী হাজারো গাজাবাসী

Posted on October 11, 2025

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাস্তুচ্যুত হাজার-হাজার ফিলিস্তিনি ঘরে ফিরতে শুরু করেছে। অন্যদিকে, ইসরাইল থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে তাদের পরিবার।

টানা দুই বছর ধরে ইসরাইলের হামলায় শোকে কাতর হয়ে পড়া গাজাবাসী যুদ্ধবিরতি ঘোষণার পর বাড়ি ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েছে।

খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই আজ হাজার-হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা অভিমুখে যাত্রা করে।

প্রথমে ভয় পেলেও বিপুল সংখ্যক ফিলিস্তিনি গাজা সিটির পথে রওনা হয়। মধ্য গাজার অপেক্ষাকৃত নিরাপদ এলাকা থেকে দলবেঁধে হেঁটে গাজা সিটির দিকে যাচ্ছে তারা।

রাস্তায় হাঁটার সময় লোকজন আনন্দে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছে, উল্লাস করছে এবং অনেকে শিস বাজিয়ে আনন্দ প্রকাশ করছে।

বাস্তুচ্যুত গাজা সিটির ৪০ বছর বয়সী ইব্রাহিম আল-হেলু বলেন, আমি আবেগাপ্লুত হলেও সতর্ক ছিলাম। পরিস্থিতি বিপজ্জনক ছিল, গুলিবর্ষণ হচ্ছিল, সে কারণে আমি একটু অপেক্ষা করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম।

তিনি আরো বলেন, রাস্তায় কোনো বাধা নেই, এখন আমরা গাজায় আমাদের বাড়ি ফিরে সেখানকার পরিস্থিতি দেখার উদ্দেশ্যে একসঙ্গে রওনা দিয়েছি।