![]() |

বিনোদন ডেস্ক: এবার নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া পলাশ বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানান।
পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’
পলাশের এমন সরব অবস্থান মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার ভক্ত ও নোয়াখালীবাসী পোস্টটির নিচে মন্তব্য করে ব্যাপক সমর্থন জানান।
জিয়াউল হক পলাশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে।
বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। সহকারী হিসেবে শুরু করেছিলেন। এরপর অভিনয় এবং পরিচালনা, দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন, ওটিটিতেও নিজেকে প্রমাণ করেছেন।
শহুরে মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব ও খুনসুটি নিয়ে ২০১৮ সালে প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’–এর প্রথম সিজন। ধারাবাহিকটির এখন পঞ্চম সিজন চলছে। এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পলাশ, সবাই তাকে কাবিলা নামে এখন চেনে বেশি।
এর আগেও নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষ। একাধিক উপজেলায় বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধের কর্মসূচি চলছে কয়েক সপ্তাহ ধরে। এবার সেই দাবিতে সরব হয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ।
আরও পড়ুন:
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে দুই সিনেমায় শাকিব খান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নোয়াখালী বিভাগ চাইলেন অভিনেতা পলাশ https://corporatesangbad.com/523464/ |