বেনাপোল সীমান্তে ৯ সোনার বারসহ পাচারকারী আটক

Posted on October 9, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে আটক করা হয় পুটখালীর উত্তরপাড়া নামক স্থান থেকে। আটক মনিরুজ্জামান পুটখালি উত্তরপাড়া গ্রামের কাদের আলী সর্দারের ছেলে

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে ৯ টি সোনার বারসহ মনিরুজ্জামানকে আটক করেন।

উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৪৯ গ্রাম। যার মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উদ্ধারকৃত সোনার বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।