![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় নসিমন গাড়ি, ঘটনায় অটোরিকশার চালক ও এক শিশু নিহত হয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটে।
নিহতরা হলেন-তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মোঃ হাইফোত হোসেন (৫২)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নসিমন গাড়িটি নওগা হাটের দিকে গরু বোঝাই অবস্থায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও শিশু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি মোঃ জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে নসিমনের ধাক্কায় অটোরিকশা চালক ও শিশুর মৃত্যু https://corporatesangbad.com/523419/ |