November 19, 2025 - 4:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএনসিসি ব্যাংক-এসআইসিআইপি’র উদ্যোগে ময়মনসিংহে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ

এনসিসি ব্যাংক-এসআইসিআইপি’র উদ্যোগে ময়মনসিংহে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ

spot_img

কর্পোরেট ডেস্ক: এডিবি’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংক এর উদ্যোগে ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদেরকে সনদ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মোঃ কাওসার মতিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন অংশগ্রহণকারী উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করেন। এসআইসিআইপি এর প্রোগ্রাম ডিরেক্টর এবং এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংক (ঢাকা) এর অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং এসআইসিআইপি এর উপ-প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংক (ঢাকা) যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ২৫ জন প্রশিক্ষিত উদ্যোক্তার মধ্যে ২৩ জনের হাতে ৩.৯ মিলিয়ন টাকার ঋণ অনুমোদনপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান এবং ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে, কেক কাটার মাধ্যমে একটি প্রাণবন্ত উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়, যেখানে প্রশিক্ষিত উদ্যোক্তারা তাদের স্থাপিত বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন করেন।

বাংলাদেশ ব্যাংক এর ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মোঃ কাউসার বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। তিনি এধরনের প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উদ্যোক্তাগণ এই প্রশিক্ষনের মাধ্যমে নতুন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসআইসিআইপি-এরসপ্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি (ঢাকা) এর অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন যে, এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্যই হলো সফল উদ্যোক্তাদের ঋণ পাওয়ার উপযোগী করা। উদ্যোক্তাগণ প্রশিক্ষনের মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে অর্থায়ন প্রক্রিয়ায় সহজে অন্তর্ভূক্ত হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের এর উপ-ব্যবস্থপনা পরিচালক মোঃ জাকির আনাম সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “এসআইসিআইপি” শীর্ষক প্রকল্পের অধীনে উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। এছাড়া নারী উদ্যোক্তাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে উদ্যোগ গ্রহণ করছে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহায়ক হবে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ অঞ্চলের আর্থিক অংশীদার হিসেবে বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া ও ঋণ বিতরণ করা হয়েছে যার মধ্যে ১৮ জনই নারী উদ্যোক্তা। এই প্রশিক্ষণ কর্মশালাটি উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তিসহ আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আরো বেশী জ্ঞান আহরণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...