সূচকের পতনে লেনদেন শেষ

Posted on October 7, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৮৭ কোটি ৪৮ লক্ষ ২০ হাজার হাজার ৮১৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৬.৬৪ পয়েন্ট কমে ৫৩৭৭.০০ ডিএস-৩০ মূল্য সূচক ২৩.৮৪ পয়েন্ট কমে ২০৬৪.৯৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৬ পয়েন্ট কমে ১১৬১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিভিও পেট্রোলিয়াম, সোনালি পেপার, রূপালি লাইফ, প্রগতি ইন্সুঃ, খান ব্রাদার্স পিপি, প্রগতি লাইফ ইন্সুঃ, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, এপেক্স ফুটওয়্যার ও তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক, সেনা ইন্সুঃ, নরদার্ন ইন্সুঃ, মেঘনা ইন্সুঃ, এসআইবিএল, ইবিএল এনআরবি মি. ফা., জনতা ইন্সুঃ, সিভিও পেট্রোলিয়াম, রিলায়েন্স ইন্সুঃ ও স্ট্যান্ডার্ড ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিআইএফসি, আইসিবি ইসলামি ব্যাংক, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, এনসিসিবি ১ম মি. ফা., উত্তরা ফাইন্যান্স, আইএসএন লিঃ, ইন্টাঃ লিজিং ও প্রিমিয়ার লিজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭২২০৮২৯৮১০২১৮.০০।