November 19, 2025 - 4:16 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশতোফাজ্জল আলী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আব্বাস উদ্দিনকে অপসারণের নির্দেশ

তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আব্বাস উদ্দিনকে অপসারণের নির্দেশ

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরস্থ তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীকে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

গত ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে উপদেষ্টা বরাবর জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, চলতি বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় আব্বাস উদ্দিন চৌধুরী বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অভিযোগ পাওয়ার পরপরই ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন ওয়াকফ প্রশাসক নুর-ই-আলমকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্ম সচিব ছাদেক আহমদ স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, বর্তমান মোতোয়াল্লী আব্বাস উদ্দিনকে অপসারণ করে এস্টেটের আওলাদ আলহাজ্জ্ব মোহাম্মদ ইউনুস চৌধুরীর পুত্র নজরুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউই ওয়াকফ এস্টেটের মতো ধর্মীয় সম্পদের দায়িত্বে থাকতে পারেন না।”

ওয়াকফ প্রশাসক ও যুগ্ম সচিব নুর-ই-আলম বলেন, “উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক কামাল উদ্দিন অভিযোগ করেন, “আব্বাস উদ্দিন চৌধুরী এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে শহরের দামপাড়া, ওয়াসা, মুরাদপুর, বহদ্দারহাট ও কোতোয়ালী এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা হয়।”

তিনি আরও দাবি করেন, আব্বাস উদ্দিনের ভাই আশরাফ উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে এখনো এলাকায় ওয়াকফ এস্টেটের জমি দখল, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...