November 19, 2025 - 8:00 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত বুলবুল

spot_img

স্পোর্টস ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার (৬ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। সভাপতির পাশাপাশি দু’টি সহ-সভাপতির পদেও কোন প্রতিদ্বন্দ্বি ছিল না।

ক্যাটাগরি-১এ বরিশাল বিভাগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। ক্লাব ক্যাটাগরি থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি নির্বাচিত হবার পর বুলবুল বলেন, ‘আমার মূল কাজ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমি আগেও বলেছি, ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

আগামী চার বছরের জন্য আমরা পরিকল্পনা করব। আশা করি, আমরা সফল হতে পারব।’

এর আগে পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগের ক্যাটাগরি-১ থেকে (জেলা ও বিভাগ) বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হন।

এছাড়াও, রাজশাহী বিভাগ থেকে মুখলেছুর রহমান ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুর বিভাগ থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান। রংপুরে হাসানুজ্জামানের প্রতিদ্বন্দ্বি শাহাদাত সজল পেয়েছেন মাত্র ১ ভোট।

ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জলুফিকার আলি খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহেমেদ ৪২ ভোট পেয়ে ক্যাটাগরি-২ থেকে (ঢাকা মেট্রোপলিস ক্লাব) নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরি থেকে ইফতেখার রহমান মিঠু ৩৪ এবং মনজুর আলম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে আরও নয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দিপন (৪০), ফয়জুর রহমান (৪২), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪০), শানিয়ান তানিম (৪২), মোকসেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭) এবং মেহরাব আল চৌধুরি (৪১)।

ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালকে ৩৫-৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পাইলট।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৫ জন পরিচালকের তালিকা সম্পূর্ণ করার জন্য ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করেছে।

তিন ক্যাটাগরিতে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন। যা ৭৩.৭১ শতাংশের মত।

ক্যাটাগরি-১-এ ৩৫ জনের মধ্যে ৩০ জন, ক্যাটাগরি-২-এ ৭৭ জনের মধ্যে ৪২ জন এবং ক্যাটাগরি-৩-এ ৪৫ জনের মধ্যে ৪৩ জন ভোট দিয়েছেন।

ই-ভোটও বিকল্প ছিল এবং ক্যাটাগরি-১-এর ১৯ জন কাউন্সিলর এই সুযোগ নিয়েছেন। ক্যাটাগরি-২-এ ৩৫ জন এবং ক্যাটাগরি-৩-এ মাত্র ৪ জন ই-ভোট দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...