![]() |

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও চট্টগ্রামস্থ হজ এজেন্সি সমূহের (হাব) প্রতিনিধিদের সাথে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিাবর (৪ অক্টোবর) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের সভাপতি আলহাজ্ব শরিয়ত উল্লাহ শহিদ, মোহাম্মদ আবদুল মালেক, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক, চট্টগ্রাম জোন হাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাবেক সেক্রেটারি আলহাজ্ব আজহারুল ইসলাম এবং বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবীব উল্লাহ্, আক্তার কামাল, শোয়েব ইসলাম চৌধুরী, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং চট্টগ্রামের বির্ভিন্ন শাখা সমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের মো. রাফাত উল্লা খান বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই হজযাত্রীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে আসছে। হজযাত্রীদের সুবিধার্থে প্রতিটি শাখায় ডেডিকেটেড হজ ডেস্ক, হজ ডিপোজিট স্কিম, বিশেষ হজ কার্ড, ক্যাম্প বুথ সেবা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে। আমরা হজ সেবাকে কেবল ব্যাংকিং কার্যক্রম নয় বরং একটি পবিত্র আমানত ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করি এবং সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে চট্টগ্রামস্থ হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা https://corporatesangbad.com/523212/ |