প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়

Posted on October 5, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক মো. মোমিন আলী ১ লাখ ৪০ হাজার শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর এই পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা যা ২০২৩ সালে ছিল ২.২০ টাকা, ২০২২ সাল ছিল ২.৫২ টাকা, ২০২১ সালে ছিল ৪.৩০ টাকা ও ২০২০ সালে ছিল ৩.১০ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২১.৭১ টাকা যা ২০২৩ সালে ছিল ২০.৯৯ টাকা, ২০২২ সালে ছিল ২০.৬৮ টাকা, ২০২১ সালে ছিল ২২.৩৪ টাকা ও ২০২০ সালে ছিল ২১.১১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১২.৫ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১২ শতাংশ নগদ, ২০২১ সালে ‍দিয়েছে ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক এবং ২০১৯ সালে ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১২৫ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.০৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৭.২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫২.৭৭ শতাংশ শেয়ার।