বেনাপোলে বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর, সড়ক অবরোধ

Posted on October 5, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল: যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সোহাগ পরিবহন বাসের তল্লাশির সময় মো. অপু নামে এক ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে সব শ্রমিক এক হয়ে মহাসড়ক অবরোধ করেছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

ড্রাইভার অপু জানান, বেনাপোল কাউন্টার থেকে গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে গাড়ি তল্লাশির সময় বিজিবির এক জোয়ার তাকে মারধর করে।

তিনি বলেন, ‘ঘটনাটি জানাজানি হলে শ্রমিকরা এসে রাস্তায় গাড়ি আড় করে দেন। আমি ওই বিজিবি কর্মকর্তার শাস্তি চাই।’

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সুবেদার মাহবুব বলেন, ‘ড্রাইভারকে মারধর করার ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি থানায় বসে মিটমাটের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেনাপোল-যশোর রোডে অবরোধ চলছে।