সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরের চান্দহর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ জেলে ভজন রাজবংশীর (৫৫)। এতে নদীপাড়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন তার স্বজন ও এলাকাবাসী।
ভজন রাজবংশী সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত ফকির চান রাজবংশীর ছেলে।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ভজন কয়েকজন জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে যান। তিনি ব্লাড প্রেশারের রোগী ছিলেন এবং ওষুধ সেবনের পরই নদীতে নামেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে কিংবা অসাবধানতাবশত তিনি সবার অগোচরে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল থেকেই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন।
সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুর রহমান জানান, “স্থানীয়রা ঘটনাটি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারছেন না। এতে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবুও ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”


