বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Posted on October 4, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শারদীয়া দুর্গা উপলক্ষে ছয় দিনের ছুটি শেষে আজ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

শনিবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান রহমান।

সাজেদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে তিনি জানান।