বেনাপোলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

Posted on September 30, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: হেরোইনের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসা. রেহেনা আক্তার এক রায়ে এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- বেনাপোল পৌরসভার ৫নং ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৪ জুলাই বিকেলে যশোরের ডিবির শার্শার পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াসিন ও সোহাগকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াসিনের কাছ থেকে ৩শ’ গ্রাম ও সোহাগের কাছ থেকে আরও ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার দাম ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে শার্শার এসআই সেকেন্দার আবু জাফর ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।