ডিএসইতে আজকের লেনদেন ৫৯৯ কোটি টাকা

Posted on September 29, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৭ কোটি ৭ লক্ষ ১৭ হাজার ৯৪৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদে হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯৯ কোটি ৩৩ লক্ষ ৫৬ হাজার হাজার ৯০৫টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.৭০ পয়েন্ট বেড়ে ৫৩৮৯.৭৮ ডিএস-৩০ মূল্য সূচক ১.৩০ পয়েন্ট কমে ২০৮৪.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৯৭ পয়েন্ট কমে ১১৬৩.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পাপনি হলো:- ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স, সোনালি পেপার, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি লাইফ ইন্সুঃ, কে অ্যান্ড কিউ, খান ব্রাদার্স পিপি ও জেনেক্স ইনফোসিস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক, এক্সিম ব্যাংক, এসআইবিএল, সিমটেক্স, কে অ্যান্ড কিউ, প্রগতি লাইফ ইন্সুঃ, এস আলম কোল্ড, প্রগতি ইন্সুঃ ও আইসিবি এএমসিএল ২য় মি. ফা., এসিএমই পেস্টিসাইড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিয়ন ক্যাপিটাল, ডিবিএইচ ১ম মি. ফা., টুং হাই ইন্ডাঃ, এমবিএল ১ম মি. ফা., জিবিবি পাওয়ার, হামিদ ফেব্রিকস, এপেক্স স্পিনিং, এএফসি অ্যাগ্রো, রিজেন্ট টেক্স ও হামি ইন্ডাঃ।