নেপালের ভিডিওকে খাগড়াছড়ির বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

Posted on September 29, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: সম্প্রতি নেপালে সংগঠিত আন্দোলনের ভিডিও খাগড়াছড়ির বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলমান অস্থিরতার মধ্যেই তিনটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে সেগুলো খাগড়াছড়ির। এর মধ্যে দুটিতে তরুণদের অস্ত্র নিয়ে দৌঁড়ঝাপ করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে শতাধিক তরুণকে পালিয়ে যেতে দেখা যায়।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এসব ভিডিওর সত্যতা যাচাই করে দেখা যায়, তিনটি ভিডিওই নেপালের সাম্প্রতিক জেনজি মুভমেন্টের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও নেপালের বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টওয়াচ। সংস্থার দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত এসব ভিডিও ছড়াচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

আরও পড়ুন:

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা