![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক : অমর একুশে বইমেলা-২০২৬-এর পূর্বনির্ধারিত তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। প্রকাশক ও অন্যান্য অংশীজনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে অমর একুশে বইমেলার নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে একাডেমি সূত্র জানিয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মেলা শুরুর তারিখ স্থগিতের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা-২০২৬ এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত- “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা করতে হবে।”
এর আগে বাংলা একাডেমি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন মাথায় রেখে আগামী ১৭ ডিসেম্বর থেকে বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করেছিল। সে হিসেবে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলা চলার কথা ছিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা https://corporatesangbad.com/522857/ |