শাহজাদপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Posted on September 28, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসদরের দ্বারিয়াপুর মোদকপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দ্বারিয়াপুর মোদকপাড়ার মজনু বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৫), মান্নান বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (৪৪) এবং পাড়কোলা মধ্যপাড়ার আব্দুল খালেক খন্দকারের ছেলে মাসুম রানা রুপম (৪২)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।