প্রাইম ব্যাংকের দুই পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

Posted on September 28, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্মচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসির কর্পোরেট দুই পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে ,কোম্পানির কর্পোরেট পরিচালক ইস্ট কোস্ট শিপিং লাইনস লিমিটেড কোম্পানির ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। অপরদিকে ইস্ট কোস্ট শিপিং লাইনস লিমিটেডের প্রতিনিধি পরিচালক তানভীর এ. চৌধুরী কোম্পানির ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে বর্তমান বাজার মূল্যে তিনি এ শেয়ার ক্রয় করেছেন।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৬০ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৫.৯৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৫.৩৪ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৪৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২১.২৩ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২১.২ টাকা থেকে ৩০.৫ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৮.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৮ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ২৮.৫ টাকা। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।