![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর কাউন্সিল সদস্য হিসেবে ১৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) চার্টার্ড সেক্রেটারী আইন, ২০১০ অনুযায়ী প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’র গ্র্যান্ড বলরুমে আইসিএসবির ষষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে মোট ৫১৯ জন সদস্য আনন্দঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে মোট ৩০ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৩ জন ২০২৫-২০২৮ মেয়াদের জন্য আইসিএসবি-এর কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কাউন্সিল সদস্যরা হলেন-
৩৬৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ শাহজাহান এফসিএস (এফ-০১৪৯)। দ্বিতীয় হয়েছে হোসেন সাদাত এফসিএস (এফ-০১০৫) তিনি পেয়েছেন ৩২৬ ভোট। তৃতীয় হয়েছেন মোঃ শরীফ হাসান এফসিএস (এফ-০২২০) তিনি পেয়েছেন ৩২০ ভোট।
৪র্থ হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন এফসিএস (এফ-০১৩৬) তিনি পেয়েছেন ৩০৫ ভোট। ৫ম হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া এফসিএস (এফ-০৩৫০) তিনি পেয়েছেন ২৯৭ ভোট। ৬ষ্ঠ মোঃ মিজানুর রহমান এফসিএস (এফ-০১৬৭) তিনি পেয়েছেন ২৯৩ ভোট। ৭ম খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস (এফ-০২১২) তিনি পেয়েছেন ২৮৭ ভোট। ৮ম মোঃ হুমায়ুন কবির এফসিএস (এফ-০১৭৭) তিনি পেয়েছেন ২৭৬ ভোট।
৯ম মোঃ রফিকুল ইসলাম এফসিএস (এফ-০১৭৯) ২৭৫ তিনি পেয়েছেন ভোট। ১০ম মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস (এফ-০২৪৪) তিনি পেয়েছেন ২৭৩ ভোট। ১১তম এম নূরুল আলম এফসিএস (এফ-০০৯৫) তিনি পেয়েছেন ২৬৫ ভোট। ১২তম মোঃ রবিউল ইসলাম এফসিএস (এফ-০২৩০) তিনি পেয়েছেন ২৩৭ ভোট এবং ১৩তম হয়েছেন এম মাজেদুল ইসলাম এফসিএস (এফ-০৪৪৩) তিনি পেয়েছেন ২৩১ ভোট।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত হলেন যারা https://corporatesangbad.com/522782/ |