![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৬ কোটি ৬৯ লক্ষ ৩৩ হাজার ৩০৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৬৪ কোটি ১৮ লক্ষ ২৪ হাজার হাজার ২০৯টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৫.০৬ পয়েন্ট কমে ৫৩৮০.০৮ ডিএস-৩০ মূল্য সূচক ১৭.১০ পয়েন্ট কমে ২০৮৫.৯৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৭১ পয়েন্ট কমে ১১৬৪.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সামিট এলায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, সোনালি পেপার, এপেক্স ফুটওয়্যার, ফারইস্ট নিটিং, এনভয় টেক্স, প্রগতি লাইফ ইন্সুঃ, সিভিও পেট্রো কেমিক্যাল ও আলিফ ইন্ডাঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক, এপেক্স স্পিনিং, এক্সিম ব্যাংক, এসআইবিএল, এপেক্স ফুডস, প্রগতি লাইফ ইন্সুঃ, দেশ গার্মেন্ট, রহিম টেক্স, এপেক্স ফুটওয়্যার ও জিকিউ বলপেন।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- স্ট্যান্ডার্ড সিরামিকস, ইনটেক্স লিঃ, মিথুন নিটিং, সিএপিএম বিডিবিএল মি. ফা., নরদার্ন ইন্সুঃ, জাহিন স্পিনিং, এটলাস বাংলা, আইএসএন লিঃ, আইসিবি এএমসিএল ২য় মি. ফা. ও সিলভা ফার্মা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৫৬৪ কোটি টাকা https://corporatesangbad.com/522773/ |