নিখোঁজের ৩ দিন পর মাটির নিচে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার

Posted on September 28, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর জঙ্গলের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আলমগীর হোসেন আলীম (৩৩) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলী বাজারের পাশে একটি জঙ্গল থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ।

নিহত আলমগীর হোসেন আলীম সংগ্রামকেলী গ্রামের আবুল কালামের ছেলে এবং দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে অবস্থানের পর সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আলমগীর হোসেন আলীম বাড়ি থেকে খাবার খেয়ে সংগ্রামকেলী বাজারের আতাউরের দোকানে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে।

শনিবার দুপুরে আলমগীর হোসেন আলীমের ছোট ভাই শাহ আলম সংগ্রামকেলী বাজারের আতাউরের দোকানের পেছনের জঙ্গলে শিয়াল-কুকুরের অস্বাভাবিক আনাগোনা এবং দুর্গন্ধের কারণে সন্দেহ পোষণ করেন।

তিনি স্থানীয় লোকজন নিয়ে সেখানে যান এবং মাটিতে সাদা পাউডার দেখে মাটি খুঁড়তেই বস্তাবন্দি লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় আলীমের লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বঁটি দা এবং পাশের বাপাইল বিল থেকে নিহতের পোশাক উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।