November 13, 2025 - 10:50 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে শ্রীলংকাকে হারালো ভারত

রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে শ্রীলংকাকে হারালো ভারত

spot_img

স্পোর্টস ডেস্ক: ব্যাটার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরির পরও এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচেও হার এড়াতে পারল না শ্রীলংকা। ভারতের কাছে সুপার ওভারে হেরেছে লংকানরা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে ম্যাচ টাই করে শ্রীলংকা। এরপর সুপার ওভারে ২ রান করে শ্রীলংকা। জবাবে প্রথম বলে ৩ রান নিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

এই জয়ে সুপার ফোরে ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলতে নামবে ভারত। অন্যদিকে, সুপার ফোরে সবগুলো ম্যাচই হারল শ্রীলংকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল খেলবে পাকিস্তান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে এশিয়া কাপ শেষ করে বাংলাদেশ।

আগামীকাল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার শুভমান গিলকে (৪ রান) হারালেও অভিষেক শর্মা ঝড়ে পাওয়ার প্লেতে ৭১ রান তোলে ভারত। এসময় ২২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেন অভিষেক। চলতি আসরে এ নিয়ে টানা তৃতীয় অর্ধশতক করলেন এই বাঁ-হাতি ব্যাটার।

নবম ওভারে শ্রীলংকা অধিনায়ক ও স্পিনার চারিথ আসালঙ্কার বলে আউট হওয়ার আগে ৮টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬১ রান করেন অভিষেক।

দ্বিতীয় উইকেটে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে ৩৩ বলে ৫৯ রানের জুটি গড়েন অভিষেক। জুটিতে ১৩ বলে ১২ রান অবদান রাখেন সূর্য।

দলীয় ৯২ রানের মধ্যে সূর্য ও অভিষেক ফেরার পর ভারতের রানের চাকা সচল রাখেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। তাদের ৪২ বলে ৬৬ রানের জুটিতে বড় সংগ্রহের পথ পায় ভারত। ১টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে ৩৯ রান করে আউট হন স্যামসন।

এরপর ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ২৩ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ এনে দেন তিলক। ৪টি চার ও ১টি ছক্কায় তিলক ৩৪ বলে ৪৯ এবং ১টি করে চার-ছক্কায় প্যাটেল ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন। শ্রীলংকার পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।

জবাবে ইনিংসের চতুর্থ বলে ওপেনার কুশল মেন্ডিসকে হারায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় উইকেটে ৭০ বলে ১২৭ রানের জুটি গড়েন নিশাঙ্কা ও কুশল পেরেরা। ৮টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে ৫৮ রানে থামেন পেরেরা।

পেরোর পর আসালঙ্কা ৫ ও কামিন্দু মেন্ডিস ৩ রানে আউট হলেও অন্যপ্রান্তে ৫২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। তার সেঞ্চুরিতে শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার পড়ে লংকানদের। ওভারের প্রথম বলে নিশাঙ্কা ফেরার পরের পাঁচ বল থেকে ১১ রান তুলে ম্যাচ টাই করে শ্রীলংকা। এতে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। ৭টি চার ও ৬টি ছক্কায় ৫৮ বলে ১০৭ রান করেন নিশাঙ্কা।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২ রান করে শ্রীলংকা। ৩ রানের টার্গেট প্রথম ডেলিভারিতেই স্পর্শ করে ভারত।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সাশ্রয়ী ও টেকসই আবাসনে আইপিডিসি-ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ প্রকল্প

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন-এর যৌথ উদ্যোগে চালু হয়েছে “সাশ্রয়ী ও টেকসই আবাসন” প্রকল্প। দেশের নিম্ন...

আ.লীগের হরতালের প্রতিবাদে মহিপুর থানা মহিলা দলের বিক্ষোভ ও কর্মীসভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে পটুয়াখালীর মহিপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে...

জেএমআই হসপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার...

নাভানা ফার্মার ইপিএস বেড়েছে

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে...