কন্যা সন্তানের মা হলেন রিয়ানা

Posted on September 25, 2025

বিনোদন ডেস্ক: তৃতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ানা। গত ১৩ সেপ্টেম্বর প্রথমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই গায়িকা। রিয়ানা তার কন্যার নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

তৃতীয় সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রিয়ানা। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “রাজকুমারী এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।”

২০২০ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ানা বলেছিলেন, “আগামী ১০ বছরের পরিকল্পনার মধ্যে সন্তান রয়েছে। আমার সন্তান থাকবে তিন বা চারজন।”

খানিকটা ব্যাখ্যা করে রিয়ানা বলেছিলেন, “শুধু একটা জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হলো সুখ। পিতা-মাতা ও সন্তানের মধ্যে সত্যিকারের সুস্থ সম্পর্ক বলতে সেটাই বোঝায়। ভালোবাসা ছাড়া একজন শিশুকে প্রকৃতভাবে বড় করে তোলা সম্ভব নয়।”

দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় পপতারকা রিয়ানা। ২০২২ সালে তাদের ঘরে আসে পুত্রসন্তান রায়ট। এ জুটির এটি প্রথম সন্তান। ২০২৩ সালে তাদের পরিবারে আসে তাদের দ্বিতীয় সন্তান, সেটিও ছিল পুত্র সন্তান।

এক দশক ধরে রিয়ানা ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ানার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ানা।