ইসলামিক ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on September 25, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৪’।

৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক ও গুরগত তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪০ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩২.৬৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৩.৩৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.৯৫ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৬.৫ টাকা থেকে ১৮.৩ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৭ টাকা।