সেমিফাইনালে রাতে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

Posted on September 25, 2025

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে টানা খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে। পরপর দু'দিনে দু'ম্যাচ। ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে। ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও এই ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল, কারণ জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। ভারত ইতোমধ্যেই নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। তাই আজকের ম্যাচের বিজয়ী দল সরাসরি তাদের প্রতিপক্ষ হয়ে উঠবে শিরোপার লড়াইয়ে।

সংখ্যার হিসাব-নিকাশ করলে পাকিস্তান অনেক দূর এগিয়ে। দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ২৫ ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ২০টিতে। বাংলাদেশের সাফল্য মাত্র ৫টিতে সীমাবদ্ধ। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের দাপট বেড়ে যায়। ৮ জয় বনাম বাংলাদেশের মাত্র একটিমাত্র সাফল্য। তবে সাম্প্রতিক পাঁচ লড়াইয়ে ব্যবধান কিছুটা হলেও কমেছে—পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ জিতেছে ২টিতে।সবশেষ লড়াইটা কিন্তু মনে কষ্টই জাগায়। গত ২৫ জুলাই পাকিস্তান হারিয়েছে বাংলাদেশকে ৭৪ রানের বিশাল ব্যবধানে।

ভারতের বিপক্ষে ব্যর্থতার পর এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে সুযোগ পেতে পারেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা দারুণ হলেও ভারতের কাছে হারের পর এই ম্যাচটাই এখন বাঁচা-মরার লড়াই।

অন্যদিকে, পাকিস্তানও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই এসেছে এশিয়া কাপে। ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করলেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে তারা ফিরে এসেছে জয়ের ছন্দে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বলেছেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। ওদের হারাতে হলে নিজেদের প্রতিটি বিভাগেই সেরা খেলতে হবে।