দূর্গা পূজা উপলক্ষে টানা ৭দিন ছুটির কবলে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর

Posted on September 24, 2025

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর আমদানি রপ্তানি কার্যক্রম। তবে, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার কার্যক্রম চালু থাকবে।

স্থল বন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা।

তিনি বলেন, সনাতন ধমাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূাজা উপলক্ষে ভারত বাংলাদেশ দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থল বন্দরে ইমিগ্রেশন ওসি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাত দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা তোহিদুজ্জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভোমরা স্থল বন্দরে সাত দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।