![]() |

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তিনি সহ আরও ৩ জন আহত হন।
রোববার বিকেলে কাশিমপুরের কেপিজে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন ওই হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের সেখানে যেতে বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তারা হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, কাশফুল ছেঁড়া নিয়ে তর্কাতর্কির জেরে সন্ত্রাসীরা তাকেসহ অপর দুইজনকে এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি হাত ও মাথায় আঘাত পেয়েছেন।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। দোষীদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গাজীপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩ https://corporatesangbad.com/522501/ |