আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Posted on September 23, 2025

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হজ এজেন্সি সমূহের প্রতিনিধিদের সাথে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সহ-সভাপতি হাফেজ নুর-মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল-মামুন, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবীব উল্লাহ্ ও আক্তার কামাল এবং শীর্ষ নির্বাহীবৃন্দ সহ শাখা সমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের মো. রাফাত উল্লা খান বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই হজযাত্রীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে আসছে। হজযাত্রীদের সুবিধার্থে প্রতিটি শাখায় ডেডিকেটেড হজ ডেস্ক, হজ ডিপোজিট স্কিম, বিশেষ হজ কার্ড, ক্যাম্প বুথ সেবা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে। আমরা হজ সেবাকে কেবল ব্যাংকিং কার্যক্রম নয় বরং একটি পবিত্র আমানত ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করি এবং সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”