![]() |

সাইফুল ইসলাম তানভীর।। মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) ও মেয়ে সাইফা আক্তার (২)-এর নিথর দেহ।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর শিখা নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট ট্যাবলেটের খালি কৌটা উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিখা আক্তার মালয়েশিয়া প্রবাসী এবং হরিরামপুর উপজেলার আন্দারমানিক এলাকার শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী। অপরদিকে আরাফাত ইসলাম আলভি স্থানীয় বেসরকারি শাহীন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
প্রতিবেশী আলমগীর জানান, সোমবার রাতে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য শিখার বাসায় কড়া নিলেও কোনো সাড়া মেলেনি। ভেবেছিলেন সবাই ঘুমিয়ে পড়েছেন। মঙ্গলবার সকালেও সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেন। পরে বাড়িওয়ালা মুক্তাদির ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পাশের বিল্ডিংয়ের জানালা দিয়ে ভেতরে তিনজনের মরদেহ দেখতে পায় এবং দরজা ভেঙে উদ্ধার করে। মুক্তাদির আরও বলেন, গত মাসের মাঝামাঝি সময়ে শিখা তাঁর স্বামী শাহীন আহমেদকে নিয়ে ওই বাসায় ওঠেন। তবে কিছুদিন পর শাহীন মালয়েশিয়া চলে গেলে শিখা বাসা ছেড়ে দেন। চলতি মাসের শুরুর দিকে তিনি আবার সন্তানদের নিয়ে ওই বাসায় ওঠেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, নিহত শিখা আক্তার শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং শাহীনও তাঁর দ্বিতীয় স্বামী। ছেলে আলভি ছিল শিখার প্রথম স্বামীর সন্তান আর মেয়ে সাইফা শাহীনের ঔরসজাত। তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মানিকগঞ্জে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা https://corporatesangbad.com/522440/ |