বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে কিশোর

Posted on September 23, 2025

আন্তর্জাতিক ডেস্ক: বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতর লুকিয়ে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর দিল্লিতে এসে পৌঁছেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাবুল থেকে আসা কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, কুন্দুজ শহরের ওই ছেলেটি কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে অবতরণের পর তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।

জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, কেবলমাত্র কৌতূহল থেকেই সে এই বিপজ্জনক অভিযানে নেমেছিল। সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনোভাবে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদের পরে দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা তল্লাশির সময় বিমানের ল্যান্ডিং গিয়ার বগি থেকে একটি ছোট লাল রঙের স্পিকার উদ্ধার করা হয়, যা সম্ভবত ওই কিশোরের কাছ থেকে এসেছে। তবে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।

এই ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেও সৌভাগ্যক্রমে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।