হাসিনার গুলি-বুলেটকে ভয় পাইনি, ভাঙা ডিমে কিইবা আসে যায়: আখতার হোসেন

Posted on September 23, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এর মধ্যে মিজানুর রহমান চৌধুরী নামের একজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ডিম ছোড়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিইবা আসে যায়। আমরা কখনো অন্যায়ের সাথে আপস করিনি, করবো না। খুনি হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

তিনি এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা বলেন।

তার আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপি নেতা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে। এর আগেও উপদেষ্টারা এসেছেন, তাদের ওপরও তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছে। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় ভাই না।’

আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তারা আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।

আরও পড়ুন:

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

নিউইয়র্কে আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির ৩ দাবি