মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে দুই দলের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উক্ত ঘটনায় নবী হোসন সহ দুই দলের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ২টার সময় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের উত্তর পাশে গোলাগুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের কান্জর পাড়া এলাকার শহর মল্লুকের ছেলে ডাকাত নবী হোসন প্রকাশ লাদেন এর নেতৃত্বে একি এলাকার উলা মিয়ার ছেলে আব্দু জলিলের খামার থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছিলো। এসময় আব্দু জলিল ও তার লোকজন নবী হোসেনের দলকে বাঁধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। দুই এ ঘটনায় উভয় গ্রুপের ৪-৫ জন আহত হন।
এদিকে স্থানীয়রা বলেন, নবী হোসন একজন বড় মাপের মাদক কারবারি এবং ডাকাত দলের প্রধান। তিনি পাহাড়ে অবস্থান করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে প্রতিনিয়ত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে থাকে। যে কোনো সময় দু’গ্রুপের মধ্যে আবারো বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, গোলাগুলির ঘটনা শুনেছি। শুনার সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমান পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গণি বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা ঘটনার সাথে জড়িত যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টেকনাফে দুই দলের মধ্যে গোলাগুলি, আহত ৫ https://corporatesangbad.com/52239/ |