এফএএস ফাইন্যান্সের এজিএমের তারিখ ঘোষণা

Posted on September 22, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ অক্টোবর, ২০২৫ তারিখ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য এফএএস ফাইন্যান্স কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২১০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৮ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪৯ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩৬৪।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৩.২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.৭৩ শতাংশ শেয়ার শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭৭.০৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১.২ টাকা থেকে ৪.৩ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১.৩ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১.২ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ১.৩ টাকা। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।