![]() |

কর্ণফুলী প্রতিনিধি : কর্ণফুলীতে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার জুলধা ও চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান।
গ্রেপ্তাররা হলেন—জুলধা ডাঙ্গারচর এলাকার মৃত অলি আহমদের ছেলে মো. শফি আলম (৩৪) এবং চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাজী আ. শুক্কুরের ছেলে মো. শাকিল খান (২৭)।
পুলিশের দাবি, শফি আলম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং শাকিল উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা।
অপারেশন অফিসার মিজানুর রহমান জানান, শফি আলমকে নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আর শাকিলকে থানার সন্ত্রাসবিরোধী মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কর্ণফুলীতে আ.লীগ–ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার https://corporatesangbad.com/522250/ |