![]() |

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি “এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)” চালু করেছে।
নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃক অর্থায়িত। বাংলাদেশ ব্যাংক এর ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন।
এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প উপ-প্রোগ্রাম পরিচালক মোঃ আয়ুব আলী। এসময়, এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান, ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমান এবং এসএমই রিলেশনশিপ অফিসার মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অঞ্চলের আর্থিক অংশীদার হিসেবে এনসিসি ব্যাংক কর্তৃক বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তাকে মাসব্যাপী মোট ১০০ ঘণ্টার প্রশিক্ষন প্রদান করা হবে। উদ্যোক্তাগণ প্রশিক্ষনের মাধ্যমে নতুন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, অর্থায়ন প্রক্রিয়ায় সহজে অন্তর্ভূক্তিসহ কর্মসংস্থান তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সম্পদ অর্জন করতে পারবেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের অন্তর্ভুক্ত করা, যাতে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত করা যায়। অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কর্মসূচীর গুরুত্ব তুলে ধরেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক https://corporatesangbad.com/522192/ |