সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার যেকোনো মূল্যে হতে হবে: কাদের গনি চৌধুরী

Posted on September 21, 2025

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার যেকোনো মূল্যে হতে হবে। অন্যথায় এই সরকারকে ব্যর্থতার অপবাদ মাথায় নিয়ে বিদায় হতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমন্ডলী'র দায়িত্ব গ্রহণ উপলক্ষে 'চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য এসব বলেন তিনি৷

এসময় তিনি আরো বলেন, সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখনো বাতিল করেনি। জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কালে আগের গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী আইন কিছুতেই চলতে পারে না।

অনুষ্ঠানে আলোচকরা প্রেসক্লাবে নতুন যোগ্য সাংবাদিকদের সদস্য করার প্রক্রিয়া, হলুদ সাংবাদিকতা দূরীকরণ ও সাংবাদিক মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন৷

অনুষ্ঠানের গাজীপুর প্রেসক্লাবের আহবায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মিডিয়া) সফিকুল ইসলাম। অনুষ্ঠানে মাজহারুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়কমন্ডলির সদস্য দেলোয়ার হোসেন, শাহ শামসুল হক রিপন, ফারদিন ফেরদৌসসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।