![]() |

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন অধিনায়ক লিটন দাস। শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করেন লিটন। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে টপকে যেতে ১৯ রান দরকার ছিল লিটনের।
২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের হওয়ার পর এখন পর্যন্ত ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে ২৫৫৬ রান করে শীর্ষে উঠেছেন লিটন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৫৫১ রান আছে সাকিবের।
সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।
এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১৪ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সাকিবের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন https://corporatesangbad.com/522077/ |