![]() |

নিজস্ব প্রতিনিধি: হরিরামপুর প্রেসক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গলে অনুষ্ঠানটি হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান হিমেলের সঞ্চালনায় পরিচালিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদুম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবীদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক খন্দকার হানিফ রাজা, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল, হরিরামপুর থানার এসআই ফারুক, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শামসুল আলম খান মিশুক, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নিরব আহমেদ রাজ্জাক এবং প্রেসক্লাবের দাতা সদস্য মোঃ সাইফুল শিকদার।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, সহসভাপতি মোঃ নাজমূল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-প্রচার সম্পাদক মোঃ আমজাদ মীর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়া এবং সদস্য বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা হরিরামপুর প্রেসক্লাবের সাফল্য ও স্বার্থকতা কামনা করেন এবং সাংবাদিকতা দেশের ও জাতির কল্যাণে নিয়োজিত থাকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসক্লাবের এক যুগের সাফল্য উদযাপিত হয় সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| হরিরামপুর প্রেসক্লাবের এক যুগ পূর্তি উদযাপিত https://corporatesangbad.com/522032/ |