দক্ষ কর্মীদের ভিসা ফি বাড়িয়ে এক লাখ ডলার করলেন ট্রাম্প

Posted on September 20, 2025

আন্তর্জাতিক ডেস্ক; উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ফি বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে এইচ-১বি ভিসার জন্য তিনি ফি বাড়িয়েছেন। ভারত থেকে আসা কর্মীরা ব্যাপকভাবে এই ভিসাটি ব্যবহার করেন বলে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে ১ লাখ ডলারে উন্নীত করেছে।

এইচ-১বি ভিসার ওপর নতুন করে বাড়ানো এই ফি ট্রাম্পের বৃহত্তর দমন-পীড়নের অংশ। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক চাপ শুরু করেছেন।

একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ভিসার খরচ এখন এক হাজার ডলারের নিচে, যা এক লাখ ডলারে উন্নীত করা হচ্ছে।

এই পদক্ষেপের খবর প্রথম ব্লুমবার্গ নিউজ কর্তৃক প্রকাশিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর লটারি পদ্ধতিতে ৮৫ হাজার এইচ-১বি ভিসা প্রদান করে। প্রায় তিন-চতুর্থাংশ ভিসা ভারতীয়রা পেয়ে থাকে।

বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলো ভারতীয় কর্মীদের ওপর নির্ভর করে, যারা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয় অথবা দুই দেশের মধ্যে আসা-যাওয়া করে।

ট্রাম্পের সাবেক মিত্র ইলন মাস্কসহ প্রযুক্তি উদ্যোক্তারা এইচ-১বি ভিসার ওপর কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতের চাকরির শূন্যপদ পূরণের জন্য পর্যাপ্ত স্বদেশী প্রতিভা নেই।