দেশের প্রথম ১০০% রিসাইকেলড গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করল মেঘনা ব্যাংক

Posted on September 18, 2025

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক পিএলসি দেশের আর্থিক খাতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে। ব্যাংকটি প্রথমবারের মতো সম্পূর্ণ ১০০% রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে। এই উদ্যোগ মেঘনা ব্যাংকের টেকসই ব্যাংকিং ও পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতি জোরদার করেছে ।

একই সঙ্গে ব্যাংকটি দুটি নতুন প্রিমিয়াম ভিসা ক্রেডিট কার্ড উন্মোচন করেছে—গ্রিন প্লাটিনাম ক্রেডিট কার্ড এবং উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড। গ্রিন প্লাটিনাম কার্ড ব্যাংকের পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতীক এবং উইমেন প্লাটিনাম কার্ড নারীদের ক্ষমতায়ন, উন্নত জীবনধারা ও নানাবিধ আর্থিক সুবিধা নিশ্চিত করবে।

কার্ডধারীদের জন্য মূল সুবিধাসমূহঃ

* নির্বাচিত বিলাসবহুল হোটেল ও রিসোর্টে ১ রাত থাকার সঙ্গে ১ রাত ফ্রি (শুধু গ্রিন প্লাটিনাম)

* বার্ষিক ক্যাশব্যাক সুবিধা – গ্রিন প্লাটিনামে ৪৩,০০০ টাকার বেশি এবং উইমেন প্লাটিনামে ৩৭,০০০ টাকার বেশি; যা জীবনধারা, কসমেটিকস, উপহার সামগ্রীর দোকান, রেস্টুরেন্ট, কফি শপ, নার্সারি ও বাস টিকিট ক্রয়ে প্রযোজ্য

* দেশের শীর্ষ ৫-তারকা হোটেলে ‘বাই ১ গেট ১’ ফ্রি খাবারের সুযোগ

* ০% ইএমআই সর্বোচ্চ ৬ মাস, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিশ্বের ১,৫০০+ আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্জ অ্যাক্সেস (লাউঞ্জকি’র আওতায়)

* জুয়েলারি, ফিটনেস, বিউটি ও স্বাস্থ্যসেবা খাতে এক্সক্লুসিভ সেভিংস

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারপার্সন উজমা চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব), হেড অব কার্ডস এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, “১০০% রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি বাংলাদেশের প্রথম গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করে মেঘনা ব্যাংক টেকসই ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে যাবে। এই কার্ডগুলো পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে প্রিমিয়াম আর্থিক সুবিধাকে একত্রিত করে গ্রাহক অভিজ্ঞতা নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

গ্রাহকরা ২৪/৭ টোল-ফ্রি কল সেন্টার ১৬৭৩৫, অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ যে কোনো শাখার মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।