![]() |

বিনোদন ডেস্ক: দেশের শীর্ষ জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে অভিনেতা শওকত আলী তালুকদার নিপু তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিপু নিয়মিত ‘ইত্যাদি’তে ‘নাতি’ চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা চরিত্রটিকে সাদরে গ্রহণ করেছেন।
জনপ্রিয় এই অভিনেতার বাবা বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।
তারা জানায়, দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন নিপুর বাবা। প্রথমে তিনি চিকিৎসা নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
আজ (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরার একটি মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় অভিনেতার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানেই দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
ডা. গোলাম মোস্তফা তালুকদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিপু তিন ভাইবোনের মধ্যে একজন। ১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন নিপু।
তুমুল চাহিদা থাকা সত্ত্বেও ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। ‘ইত্যাদি’র নাট্যাংশে কখনও নানা, কখনও নানি, কখনওবা অন্য কোনো চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিপুকে ইত্যাদির আরেকটি জনপ্রিয় চরিত্র কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে অভিনয় করতেও দেখা যাচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বাবা হারালেন 'ইত্যাদি'র নাতি খ্যাত নিপু https://corporatesangbad.com/521979/ |