বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আইসিএসবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

Posted on September 18, 2025

কর্পোরেট ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এর সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)এর প্রেসিডেন্ট মো: নাসিমুল হাই এফসিএস এর নেতৃত্বে আইসিএসবি-এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মাহবুবুর রহমানের কক্ষে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দল এর পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এর সাথে আইসিএসবি-এর প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মাননীয় সচিবকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।

উক্ত সভায় এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এবং শামিবুর রহমান এফসিএস, সেক্রেটারি ইন চার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) উপস্থিত ছিলেন।