![]() |

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবিতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। সেই সাথে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দশম স্থান থেকে নবম স্থানে উঠে বাংলাদেশ। এতে এক ধাপ পিছিয়ে নবম স্থান থেকে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।
তবে বাংলাদেশ ও আফগানিস্তানের রেটিং সমান ২২২ করে। ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে নবম স্থানে আছে টাইগাররা।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। তাদের রেটিং ২৭১।
২৬৬ রেটিং নিয়ে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৭।
এরপর চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত আছে যথাক্রমে- নিউজিল্যান্ড (২৫৩), দক্ষিণ আফ্রিকা (২৪৩), ওয়েস্ট ইন্ডিজ (২৩৮), শ্রীলংকা (২৩২) এবং পাকিস্তান (২৩২)।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের https://corporatesangbad.com/521901/ |