![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: বর্ষার পর শরৎ শেষ হতেই শুরু হয়েছে হেমন্ত। ঠিক এই সময়ে যমুনা নদীতে দ্রুত পানি বাড়তে থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন সিরাজগঞ্জের চরাঞ্চলের কৃষকেরা। আশঙ্কা করা হচ্ছে, পানি আরও বাড়লে শীতকালীন সবজির আবাদ ক্ষতির মুখে পড়তে পারে।
১৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৫ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ০৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এর আগে সোমবার ১৩ ও মঙ্গলবার ১২ সেন্টিমিটার করে পানি বেড়েছিল।
অন্যদিকে, কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫০ মিটার। গত ২৪ ঘণ্টায় এখানে ২১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। সোমবার ও মঙ্গলবার এই পয়েন্টেও ১৩ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে।
সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কৃষক আবেদ আলী, আব্দুল খালেক ও বাবুল হোসেন জানান, তারা ইতোমধ্যেই শীতকালীন সবজির আবাদ শুরু করেছেন। চারা বড় হতে শুরু করেছে। ঠিক এমন সময়ে নদীর পানি বাড়ায় তারা শঙ্কিত। তাদের আশঙ্কা, আরও পানি বাড়লে ক্ষেত প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই-একদিন পানি বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| যমুনায় পানি বৃদ্ধি, শঙ্কিত চরাঞ্চলের কৃষক https://corporatesangbad.com/521860/ |